আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। খবর আল-জাজিরার।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, আজ শুক্রবার সকালে পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এলাকাটিতে সংখ্যালঘু হাজারা সম্প্রদায় ও শিয়াদের বসবাস।
খালিদ জাদরান বলেন, ওই স্কুলে শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই একটি আত্মঘাতী বোমা হামলা হয়। দুর্ভাগ্যক্রমে সেখানে ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে রক্তাক্ত মরদেহগুলো ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
হতাহতদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা রয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ওই স্কুলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আফগানিস্তানে শুক্রবার সব স্কুল সাধারণত বন্ধ থাকে, যোগ করেন জাদরান।