২৯ ডিসেম্বর মুর্শিদাবাদের কান্দী পান্হশালার আলী সাহেবের বাগানবাড়িতে ‘পথ’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। কান্দী মহকুমা সাহিত্য সংসদের পক্ষ থেকে কান্দী রাজ কালেজের দর্শনের অধ্যাপক শিক্ষাবিদ প্রয়াত বিদিত কুমার দাসকে নিয়ে এবারর ‘পথ’ পত্রিকার স্মরণ সংখ্যাটি করা হয়।
এই সভায় সভাপতিত্ব করেন কান্দী মহকুমার প্রাবন্ধিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ সৈয়দ রাজ্জাক (রেজু মিঞা)। প্রধান অতিথি ছিলেন কান্দীর বর্ষীয়ান কবি শ্যামল সরকার। উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন কলকাতা থেকে আগত কবি ও সাংবাদিক সাদউদ্দিন আরজু । তার জ্বালাময়ী ও জ্ঞানগর্ভ বক্তব্য অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিদিত কুমার দাসের পুত্র- বউমা বিকাশ কান্তি দাস ও কেকা দাস, কবি ও শিশু সাহিত্যিক অভয়া পত্রিকার সম্পাদিকা কেয়া মুখার্জী রায় । উপস্থিত ছিলেন কান্দী জেমো রঘুনাথপুরের প্রবন্ধিক ও ইতিহাস গবেষক কুনাল কান্তি সিনহা, কবি সীমন্ত সরকার, কবি তানজিল সিদ্দিকি, কবি সাদের আলি, কবি মহঃ দাউদ , সমাজ দরদী দানশীল মহানুভব ব্যক্তি সেখ আলি আহমেদ , কবি যুথিকা ত্রিবেদী, কবি ডাঃ দিলীপ ভট্টাচার্য, বিশিষ্ট বাচিক শিল্পী শবনম সুলতানা, পথ পত্রিকার প্রকাশক সারদ মুখার্জির পিতা লক্ষ্ণীনারায়ণ মুখার্জি, সমাজসেবী কান্দী প্রবাহ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধর সৈয়দ রাজিউল মেহবুব ওরফে কাঞ্চন।
কবিতা পাঠ করেন কবি সাদের আলী , কবি আব্দুস সালামসহ ৩০ জন কবি। সমগ্র অনুষ্ঠানটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেন হরিদা ও রবিউল । অনুষ্ঠানটিকে সুন্দর সুচারুভাবে সঞ্চালনা করেন পথ পত্রিকার যুগ্ম সম্পাদক সৈয়দ হুমায়ুন রানা ও মহম্মদ রহিম সেখ। সভার সভাপতি সৈয়দ আব্দুর রেজ্জাক বিদিত বাবু ও কান্দী মহকুমার কৃতি সন্তানদের নিয়ে তথ্য নিষ্ঠ বক্তব্য দেন।
অনুষ্ঠানের সামগ্রিক নান্দনিক চিত্র ছিল নজরকাড়া। বিকাশ কান্তি দাস অত্যান্ত খুশি হয়েছেন,খুশি হয়েছেন তাঁর স্বর্গীয় পিতার বিশিষ্ট ব্যক্তি বর্গের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রকৃত মূল্যায়ন হওয়ায়। কান্দীতে আদ্য প্রয়াত অধ্যাপক বিদিত কুমার দাসের নামে একটি রাস্তা করার কোনো কিছু করার দাবি ওঠে।
খুলনা গেজেট/ এসজেড