খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

কানায় কানায় পূর্ণ খুলনা সার্কিট হাউস ময়দান

নিজস্ব প্রতিবেদক

শুরু হয়েছে খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশ। বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে খুলনা সার্কিট হাউজ মাঠে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে খুলনা সার্কিট হাউস ময়দান লোকে লোকারণ্য। জনসমাগমে কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল।

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ইতিমধ্যে মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। প্রধান অতিথি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই বেলা ১২ টার মধ্যে সমাবেশেস্থল কাঁনায় কাঁনায় পূর্ন হয়ে যায়।

সকাল থেকেই খুলনা সার্কিট হাউস ময়দানে দলীয় নেতা কর্মীরা বিচ্ছিন্নভাবে, দলে দলে যে যেভাবে পারে সমাবেশস্থলে আসতে শুরু করে। আগতদের নানা ধরনের প্লাকার্ড, ফেস্টুন, দলীয় প্রতীক নৌকা বহন করতে দেখা যায়। সমাবেশস্থলে বিপুল সংখ্যক নারী কর্মীদের উপস্থিতি লক্ষ্যণীয়। সমাবেশের স্থলে দলীয় মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে দেখা যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!