খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

কানাডায় ৪ শিশুসহ ছয়জনকে ছুরিকাঘাতে হত্যা

গেজেট ডেস্ক

কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে চার শিশু সন্তানসহ এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারটির পরিচিত আরও একজন নিহত হয়েছেন। এছাড়া শিশুদের বাবাও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার পুলিশ জানায়, অটোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বারহাভেনে বুধবার এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করে বলেন, এমন ঘটনায় আমি স্তম্ভিত।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা সবাই শ্রীলঙ্কান। এ ঘটনায় শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী ছাত্র ফেবরিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৬ জনকে হত্যা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ডি-জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাঁদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। নিহত শিশুদের বয়স ৭, ৪ ও ২ বছর এবং ২ মাস। তাঁদের মায়ের বয়স ৩৫ বছর। এ ছাড়া নিহত অপর পুরুষের বয়স ৪০ বছর।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!