অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৭ রানে গুটিয়ে বড় হার দেখে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে কানাডার বিপক্ষে গতকাল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইয়াং টাইগাররা।
টসে জিতে ব্যাটিংয়ে নামা কানাডাকে মাত্র ১৩৬ রানে বেঁধে ফেলেন বাংলাদেশের বোলাররা। এরপর ওপেনার ইফতেখার হোসেনের অপরাজিত হাফসেঞ্চুরিতে আসে ৮ উইকেটের বড় জয়। লক্ষ্যটা ৩০.১ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দলীয় ২৬ রাকনে ওপেনার মাহফিজুল ইসলাম (১২) আউট হন। এরপর প্রান্তিক নওরোজ নাবিলের সঙ্গে জুটি গড়েন ইফতেখার। দলীয় ১০২ রানে নাবিল (৫২ বলে ৩৩) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ইফতেখার।
৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৬১ রান করেন তিনি। আইচ মোল্লা ২৬ বলে এক ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন।
এর আগে বাংলাদেশি যুুবাদের বোলিং নৈপুণ্যে ৪৪.৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় কানাডা অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৬১ রান আসে ওপেনার অনুপ চিমার ব্যাট থেকে। মাত্র চার ব্যাটার ছুঁতে পারেন দুই অঙ্কের ঘর।
৮.৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন রিপন ম-ল। এসএম মেহেরব ১০ ওভারে ৩৮ রানে নেন ৪ উইকেট। ৯ ওভারে এক মেডেনসহ ২১ রান খরচায় আশিকুর জামানের শিকার এক উইকেট।
গতকাল ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে আরব আমিরাতকে ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারায় ইংল্যান্ড। আগে ব্যাট করে অধিনায়ক টম প্রেস্টের ১১৯ বলে ১৫৪* রানের ঝড়ো ইনিংসে ৩৬২ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ১৭৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। বল হাতে ৪ উইকেট নেন ইংল্যান্ডের রেহান আহমেদ।