বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই অর্ধে ভিন্ন দল খেলিয়েছেন প্রধান কোচ জেমি ডের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
কাতারের দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে আর্মি ফুটবল দলের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ।
শুরুটা অবশ্য ভালো হয়েছিল বাংলাদেশের। অষ্টম মিনিটে প্রতিপক্ষের ভুল পাস থেকে বল নিয়ন্ত্রনে নিয়ে গোল করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ ইব্রাহিম। ২৯তম মিনিটে তপু বর্মনের ভুল পাস থেকে বল পেয়ে সমতা ফেরান ইউসুফ আলি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে আর্মি ফুটবল দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন জসতেক ওয়াদভি। ৮৫তম মিনিটে এম এস বাবলু ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।
আগামী শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল দল।
খুলনা গেজেট/এএমআর