খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের হার

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই সামনে রেখে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। ম্যাচের ২৪তম মিনিটে একমাত্র গোলটি করেন আব্দুল রহমান মোহেদ। গত বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে আর্মি ফুটবল দলের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। সফরকারীদের হয়ে দুই অর্ধে একটি করে গোল করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম ও এম এস বাবলু।

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল জেমি ডের দল।

লুসাইলের বিপক্ষে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কথাতেও উঠে এলো মূল লড়াইয়ের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার বিষয়টি। “কাতারের বিপক্ষে বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি হিসেবে আজ আমরা দ্বিতীয় ম্যাচ খেললাম। সব মিলিয়ে মাঠে আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কাতারের বিপক্ষে সামনে যে ম্যাচটা আছে, সেখানে আমরা সবাই ভালো খেলার চেষ্টা করব। যে দুইটা প্রস্তুতি ম্যাচ খেললাম, সেখানকার ভুলগুলো শুধরে আমরা ভালো কিছু করব।”

খুলনা গেজেট/এএমআর

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!