খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

কাতারের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান নির্মাতা বোয়িং-এর কাছ থেকে কাতার এয়ারওয়েজের জন্য ১৬০টি জেট কেনার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

ট্রাম্প জানান, চুক্তির মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি এবং এর আওতায় ১৬০টি জেট অন্তর্ভুক্ত রয়েছে। এটা দুর্দান্ত।

তিনি বোয়িং-এর সিইও কেলি ওর্টবার্গকে উদ্দেশ করে বলেন, তাহলে এটা একটা রেকর্ড, কেলি ও বোয়িং-কে অভিনন্দন।

এর আগে সৌদি আরব থেকে কাতারে গিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বিলাসবহুল সংবর্ধনায় সিক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!