হেফাজতে ইসলাম বাংলাশের আমির আল্লামা শাহ আহমদ শফীর আদর্শ বাস্তবায়ন ও অনুসরণ করবে হেফাজতে ইসলাম। আর কাউন্সিলের মাধ্যমে হেফাজতের পরবর্তী আমির এবং শুরা কমিটির মাধ্যমে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মাদ্রাসার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত হবেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে উনার পরিবারের সঙ্গে আজকে আমরাও শোকাহত। শুধু আমরা নয়, হাটহাজারী এলাকার জনগণ থেকে সারা দেশের মানুষ আজকে শোকাহত। আমি আপনাদের কাছে, বন্ধু-বান্ধবদের কাছে আরজ করছি, সবাই উনার জন্য দোয়া করবেন। আল্লাহ-তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’ জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আল্লামা শফীর জায়গা পূরণ হওয়ার নয়। এটা অনেক কঠিন।’
হেফাজতে ইসলামের আমির কে হবেন এমন প্রশ্নের জবাবে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এটা তো আমি বলতে পারব না, এটা আল্লাহ তায়ালা জানেন। তবে আমরা চেষ্টা করব উনার আদর্শ বাস্তবায়ন করার। সেটা হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলামের ব্যাপারেও। উনি হেফাজতের আমির ছিলেন। এখন কাউন্সিল হবে, কাউন্সিলে নির্ধারণ করা হবে কে হেফাজতে ইসলামের আমির হবেন। এককভাবে কেউ ঠিক করতে পারবে না।’
‘আর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব তিনি জীবিত থাকাকালীন লিখে গেছেন, মাদ্রাসার শূরা কমিটি মাদ্রাসা পরিচালনা করবে। মাদ্রাসার শুরা কমিটি নির্ধারণ করবে মাদ্রাসার মহাপরিচালক কে হবেন।’ বলছিলেন বাবুনগরী।
খুলনা গেজেট/এনএম