খুলনা সিটি কপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন,সুস্থ সবল দেহ গঠন এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এজন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ও এলাকার যুবকদের খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার জন্য নতুন প্রজন্মকে উৎসাহিত করছে। যারা মাদকাশক্তি বা মোবাইল ফোনের নিতিবাচক আসক্তির কারণে ধবংসের পথে ধাবিত হচ্ছে তাদেরকে ক্রীড়া চর্চার মাধ্যমে বিপথ থেকে ফিরিয়ে আনতে হবে।
সিটি মেয়র গতকাল শনিবার বেলা ৪ টায় জাতীয় তরুণ সংঘ আয়োজিত মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড় মাঠ প্রাঙ্গনে মুুিজব শতবর্ষ উপলক্ষে কাউন্সিলরকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আ’লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুকুল, এ্যাড. শেখ সামসুল হুদা।
কাউন্সিলরকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কাশিপুর একাদশ ভিশন ২১ কে ৩-০ গোলে পরাজিত করে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সর্বোচ্চ গোলদাতা লিঠু ও সেরা খেলোয়াড় তন্ময় এবং ম্যান অব দা ম্যাচ রিয়াজ।
খুলনা গেজেট/এ হোসেন