ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
গেদুড়া ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার আব্দুল বাসেতের ছেলে জহুরুল ইসলাম (২৭)।
চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ভোররাতে কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৭০/৩ এস ভারত নারগাঁও ক্যাম্প পিলার-৭২ সীমানা এলাকায় কয়েকজন বাংলাদেশি গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশের এপারে পড়ে থাকেন। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকালে গ্রামবাসী মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর লাশ উদ্ধার করেন।
তিনি আরও বলেন, জহুরুলের লাশ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। আগামীকাল বিএসএফের লাশ দুটি ফেরত দেওয়ার কথা রয়েছে।
হরিপুর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানজীর আহমদের সরকারি নম্বরে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।
খুলনা গেজেট/কেডি