খুলনার কয়রায় কলেজছাত্রী আত্মহননের ঘটনায় হত্যা প্ররোচনা মামলা হয়েছে। আজ শনিবার ( ১৭ সেপ্টেম্বর) নিহতের পিতা দিপক মাঝি বাদী হয়ে সুইসাইড নোটে লেখা সেই তিন জনের নামে কয়রা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৪। মামলার আসামি হলো শুভ, আলিফ, মিহির।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা। তিনি বলেন, হত্যা প্ররোচনা মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত , উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের দিপক মাঝির একমাত্র মেয়ে তনুশ্রী মাঝি (১৮) সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার বিকেলে আত্মহত্যা করেন। মৃত তনুশ্রী গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
আরও পড়ুন: কয়রায় কলেজছাত্রীর আত্মহনন, সুইসাইড নোটে তিন জনের নাম
সুইসাইড নোটের বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল অপচেষ্টা চালায়। অবশেষে গতকাল শুক্রবার সুইসাইড নোটের প্রমাণ মিললে খুলনা গেজেট-এ প্রতিবেদন প্রকাশিত হয়।
খুলনা গেজেট/ টি আই