খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

কলারোয়া সরকারি কলেজে ১৬ শিক্ষকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত

কলারোয়া প্রতিনিধি

কলারোয়া সরকারি কলেজে বিভিন্ন পদে ১৬টি শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত ভাবে জানানো হলেও আজও পর্যন্ত তার কোন সুরহা হয়নি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান জানান, কলারোয়া সরকারি কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৮ সালে জাতীয়করণ হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের ফলাফলে মেধা তালিকায় প্রতিবারই স্থান লাভ করে আসছেন। বর্তমান কলেজটিতে উচ্চ মাধ্যমিকের সকল শাখা ও ডিগ্রী পাসসহ ৬টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। কলেজে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত।

তিনি আরো জানান, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদে ৭টি ও প্রভাষক পদে ৯টি শিক্ষকের পদ শূন্য থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রমে সুষ্টুভাবে পরিচালনায় দারুনভাবে বিঘ্নিত হচ্ছে।

সহকারী অধ্যাপকের ১টি করে শূন্য পদের বিষয়গুলি হলো- ইংরেজী, ইতিহাস, ভূগোল, কৃষিশিক্ষা, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও পদার্থবিদ্যা।

এ ছাড়া প্রভাষকের ১টি করে শূন্য পদের বিষয়গুলি হলো- কৃষিশিক্ষা (আদৌ কোন শিক্ষক নেই), রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ব্যবস্থাপনা, গণিত, রসায়ন, হিসাব বিজ্ঞান ও ২টি পদে উদ্ভিদবিদ্যা (আদৌ কোন শিক্ষক নেই)।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান ইতোমধ্যে কসক/২০২১-২০২২/২০৭৬/২ স্মারক নং-এ ৪০তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে বর্ণিত বিষয় সমূহের শূন্যপদে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর অনুরোধ জানিয়েছেন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক (কলেজ ও প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান।

তিনি সহকারী অধ্যাপকের ৭টি শূন্য পদে শিক্ষক পদায়ন সংক্রান্ত আবেদন পত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানান যে, রাজধানী/বিভাগ/ জেলা পর্যায় বড় কলেজ গুলোতে বিদ্যমান পদের অতিরিক্ত বহু শিক্ষক ওএসডি সংযুক্ত এবং ওএসডি ইনসিটু অবস্থায় কর্মরত আছেন। অথচ উপজেলা পর্যায়ে প্রায় কলেজ গুলোতে শিক্ষক শূন্যতা প্রকট আকার ধারন করেছে।

তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে শিক্ষক সংকটের বিষয়টি দ্রুততার সাথে সমাধানের জন্য সু-দৃষ্টি কামনা করেছেন। অনুরুপভাবে, তিনি কলেজের শিক্ষার্থীদের সুষ্টুভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার স্বার্থে তালা-কলারোয়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি কে বিষয়টি অবগত করে বিভিন্ন বিষয়ে ১৬টি শূন্য পদে শিক্ষক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিশেষভাবে অনুরোধ করেছেন বলে জানান।

এদিকে, কলেজে বিভিন্ন বিষয়ে শূন্য পদে শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়েছেন।

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!