সাতক্ষীরার কলারোয়ায় ৬২ ক্যারেট অপরিপক্ক হিমসাগর আম জব্দ করেছে পুলিশ। পরে অপরিপক্ক আম বাজারজাত করার দায়ে লুৎফর রহমান নামে এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার যুগিবাড়ি মোড় থেকে এসব আম জব্দ করে পুলিশ।
অর্থদন্ডের শিকার আম ব্যবসায়ীর নাম লুৎফর রহমান (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মৃত অমেদ আলী সরদারের ছেলে৷
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন চৌধুরী জানান, অপরিপক্ক হিমসাগর আম বাজারজাত করার দায়ে এক আম ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত আম সকলের উপস্থিতিতে কাঁচা আম হিসেবে বিক্রয়ের নির্দিষ্ট শর্তে নিলামের মাধ্যমে অন্য এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরায় আগামী ২১ মে’র আগে হিমসাগর আম ভাঙ্গা/পাড়া বা বাজারজাত করা যাবে না।
খুলনা গেজেট/এনএম