সাতক্ষীরার কলারোয়ায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। এসময় তারা প্রচার ব্যানার ও মাইক ভেঙ্গে ধান ক্ষেতে ফেলে দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়ার মাঠ এলাকায়। মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেন জানান, ১৫সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়া মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় নৌকা প্রার্থীর কর্মী রিফাত, দিছানসহ ২/৩জন যুবক মোটরসাইকেলে এসে তার ইজিবাইক গতিরোধ করে। এসময় তারা হাতুড়ি দিয়ে প্রচার মাইক ও ইজিবাইক ভাংচুর করে দুইটি মাইক নিয়ে পাটুলিয়া মাঠের ধান ক্ষেতে ফেলে দেয়।
এদিকে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেনের ইজিবাইক চালক আরিফ হোসেন জানান, এসময় তারা ভাঙ্গা মাইক, সিট কভার, ব্যাটারী, ব্যানার নিয়ে ধান ক্ষেতে ফেলে দিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।
এঘটনায় দেয়াড়া ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেন কলারোয়ায় থানায় বিষয়টি অবগতি করেছেন।
খুলনা গেজেট/ টি আই