খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

কলারোয়ায় চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ৩২ জনের মনোনয়ন প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার (২৪মার্চ) চেয়ারম্যান পদে ১৩জন ও সাধারণ সদস্য পদে ১৯জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

কলারোয়া উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০৬ জন সহ মোট ৫৮০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। চেয়ারম্যান ও সাধারণ সদস্য মিলে মোট ৩২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় এখন সেই সংখ্যা দাঁড়ালো ৫৪৮জনে। তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জনের মধ্যে কোন প্রার্থী মনোনয়ন প্রত্র প্রত্যাহার করেনি।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্র প্রত্যাহারকারিরা হলেন, ২নং জালালাদ ইউনিয়নের শওকত আলী, শরিফুর রহমান, ৩নং কয়লা ইউনিয়নের শেখ ইমরান হোসেন, জি এম জাহাঙ্গীর হোসেন ও বাবু আহম্মেদ, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের মফিজুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম, আব্দুর রহিম, ৭নং চন্দনপুর ইউনিয়নের রমজান আলি, নুরুল ইসলাম, ৯নং হেলাতলা ইউনিয়নের মুনছুর আলী, আবু জাফর ও ১২নং যুগীখালী ইউনিয়নের মনিরুজ্জামান।

এর আগে গত ২০ মার্চে প্রার্থী যাচাই-বাছাইয়ের দিনে বাংলাদেশ ব্যাকের ঋণ খেলাপীর দায়ে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র সাময়িক স্থগিত করা হলেও আবার তা বৈধ ঘোষণা করেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিস।

কলারোয়া উপজেলার ১২ টি ইউপির মধ্যে প্রথম ধামে ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ১০ টিতে আওয়ামীলীগ ১০ প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র ও বিদ্রোহী মিলে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!