খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

কলারোয়ার দুই ইউপি’র উপ-নির্বাচন, প্রতীক পেল ১০৫ জন

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ার দুই ইউপি’র উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস তার কার্যালয়ে ৭ ইউপি চেয়ারম্যান সহ ৯৮জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এর মধ্যে ৮নং কেরালকাতা ইনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) পেয়েছেন দলীয় প্রতীক নৌকা আর ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসলামুল আলম আসলাম পেয়েছেন দলীয় প্রতীক নৌকা।

৮নং কেরালকাতা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন (মোটরসাইকেল), আব্দুর রাজ্জাক পেয়েছেন (আনারস), ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন (আনারস), সাইদ আলী গাজী মোটরসাইকেল, হাফিজুর রহমান চশমা।

এছাড়া-৮নং কেরালকাতা ইনিয়নের সংরক্ষিত ১নং আসনের সদস্য পদে- কোহিনুর বেগম পেয়েছেন (বই), জাহানারা বেগম (মাইক), মনোয়ারা বেগম (বক), রহিমা খাতুন (হেলিকাপ্টার)। সংরক্ষিত ২নং আসনের সদস্য পদে-ছকিনা বিবি (বক), জাহানারা পারভীন (মাইক), ঝরনা খাতুন (বই), রোমেনা খাতুন (সূর্যমুখী ফুল), সোনিয়া লায়লা হেলিকাপ্টার), সংরক্ষিত ৩নং আসনের সদস্য পদে- মনোয়ারা বেগম (মাইক), সাবিনা ইয়াসমিন (জিরাফ), শেফালী খাতুন হেলিকাপ্টার), সাধারণ ১নং ওয়ার্ডে সদস্য পদে-আনারুল ইসলাম (তালা), সাইফুর রহমান (ফুটবল), শেখ মুজিবর রহমান মজু মোরগ), সাধারণ ২নং ওয়ার্ডে সদস্য পদে-আব্দুল ওয়াদুদ (টিউবওয়েল), শিমুল হোসেন (ফুটবল), এর মধ্যে আঃ ওহাব তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন, সাধারণ ৩নং ওয়ার্ডে সদস্য পদে- আশরাফুল ইসলাম (আপেল), আজগর আলী (টিউবওয়েল), গোলাম গাজী (তালা), ফিরোজ আহম্মেদ (বৈদ্যুতিক পাখা), নুর ইসলাম (ফুটবল), মোশারফ মোড়ল (মোরগ), সাধারণ ৪নং ওয়ার্ডে সদস্য পদে- আকবর আলী (মোরগ), নজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), মনিরুজ্জামান (তালা), মিজানুর রহমান (ফুটবল), মুজিবর রহমান (ভ্যান গাড়ি), রফিকুল ইসলাম (টিউবওয়েল), সাধারণ ৫নং ওয়ার্ডে সদস্য পদে-আনিছুর রহমান (ফুটবল), জিয়াউর রহমান (তালা), সহিদুল ইসলাম (মোরগ), সাহাজুল সরদার (টিউবয়েল), সাধারণ ৬নং ওয়ার্ডে সদস্য পদে- আকছেদ আলী (ফুটবল), মোস্তফা কামাল (টিউবওয়েল), হাফিজুর রহমান মোরগ), এর মধ্যে নুর ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন, সাধারণ ৭নং ওয়ার্ডে সদস্য পদে- জিয়াউর রহমান জিয়া (টিউবওয়েল), মনিরুল ইসলাম (ফুটবল), রবিউল ইসলাম মোরগ), শহিদুল ইসলাম (তালা), সাধারণ ৮নং ওয়ার্ডে সদস্য পদে- আজগর আলী দফাদার (টিউবওয়েল), আব্দুর রকিব (তালা), আব্দুল রশিদ সরদার (বৈদ্যুতিক পাখা), আলতাপ হোসেন (আপেল), মুক্তার আলী সরর্দার (মোরগ), রফিকুল ইসলাম (ঘুড়ি), রুহুল আমিন (ফুটবল), সাধারণ ৯নং ওয়ার্ডে সদস্য পদে- আতিয়ার রহমান (ফুটবল), ওসমান গনি (মোরগ), মোতাহার রহমান ( তালা),

১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত ১নং আসনের সদস্য পদে- তানজিলা পারভীন (মাইক), ফরিদা বেগম (বক), সাজেদা খাতুন (জিরাফ), হাছিনা খাতুন (হেলিকাপ্টার), হাসিনা বেগম (বই), সংরক্ষিত ২নং আসনের সদস্য পদে- মর্জিনা খাতুন (মাইক), মোমেনসা বেগম (বক), সংরক্ষিত ৩নং আসনের সদস্য পদে-কদবানু বেগম (মাইক), তানজিলা খাতুন (বক), নাজমা খাতুন (হেলিকাপ্টার), নাইচ আরা বেগম (জিরাফ), সাধারণ ১নং ওয়ার্ডে সদস্য পদে- আতাউর রহমান (মোরগ), আব্দুর রশিদ (টিউবওয়েল), জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা), বজলুর রহমান (আপেল), নিজাম উদ্দীন (ফুটবল), সামছুর রহমান (তালা), এর মধ্যে ছফেদ আলী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন, সাধারণ ২নং ওয়ার্ডে সদস্য পদে-আনিছুর রহমান (ফুটবল), আরিজুল ইসলাম (তালা), জাহাঙ্গীর সরদার (মোরগ), সাধারণ ৩নং ওয়ার্ডে সদস্য পদে-আব্দুল আলিম খান (টিউবওয়েল), ফরিদুজ্জামান খান (মোরগ), সাধারণ ৪নং ওয়ার্ডে সদস্য পদে-আব্দুল গফ্ফার (টিউবওয়েল), এজাহার আলী দালাল (মোরগ), সাধারণ ৫নং ওয়ার্ডে সদস্য পদে-আনন্ত দালাল (মোরগ), আব্দুল খালেক (টিউবওয়েল), ফজলুর রহমান (ফুটবল), নুরুল ইসলাম (তালা), সাধারণ ৬নং ওয়ার্ডে সদস্য পদে-আনারুল ইসলাম (মোরগ), আহসান হাবিব (টিউবওয়েল), ইমামুল হাসান (ফুটবল), সাধারণ ৭নং ওয়ার্ডে সদস্য পদে-মফিজউদ্দিন মুফতী (ফুটবল), রফিকুল ইসলাম (মোরগ), সাধারণ ৮নং ওয়ার্ডে সদস্য পদে- আলী আহম্মাদ (মোরগ), নাজিম উদ্দীন গাজী (টিউবওয়েল), মতিয়ার রহমান দফাদার (ফুটবল), সাধারণ ৯নং ওয়ার্ডে সদস্য পদে-মফিজুল ইসলাম (তালা), আব্দুর রাজ্জাক সরদার (টিউবওয়েল), আয়ুব আলী সরদার (বৈদ্যুতিক পাখা), শেখ তাজ উদ্দীন (ফুটবল), শেখ ফারুক হোসেন (মোরগ)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সবাইকে আচরণ বিধিমালা অবহিত করা হয়েছে। সবাইকে বিধিমালা মেনে নির্বাচন প্রচারণার কাজে অংশ নেয়ার জন্য বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধ পরিকর। ৫ জানুয়ারী সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!