খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

কলারোয়া সীমান্তে পাঁচ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় মূল্যবান মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে আনার পর মঙ্গলবার (২০ আগষ্ট) রাত সোয়া ৯ টার দিকে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কাকডাঙ্গা বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের একটি চালান পাচার করবে চোরাচালানীরা। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৬ বরাবর অনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে আগত মাদক চোরাকারবারীরা বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলাবার চেষ্টা করলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত এলাকা তল্লাশী করে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ হতে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত কওে বলেন, আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!