সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর (শুক্রবার) কলারোয়া ও দেবহাটা উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলারোয়া ও দেবহাটা উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এসব কর্মসুচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে এ সময় উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবন্দ অংশ নেন।
পরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক জহুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর আবু নসর, উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জোমান, সমাজ সেবা অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী প্রমুখ। ।
এদিকে দিবসটি উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, মুক্তিযোদ্ধার সন্তাান আবু রাহান তিতু প্রমুখ।
আলোচনা সভায় ১৯৭১ সালের সেই দিনের স্মৃতি স্মরন করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিকাতর হয়ে পড়েন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আগামীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া স্বাধীনতাকে ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান।
খুলনা গেজেট/এমএম