সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হিজলদি গ্রামের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ স্পৃষ্টে নিহত স্কুল ছাত্রের নাম মো. ওমর ফারুক (১২)। সে কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের কৃষক আমির আলির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঝুলানো খাঁচাযুক্ত ফ্যান চালিয়ে ঘুমাতে যায় ওমর ফারুক। মাদ্রাসায় ঈদের ছুটি হয়ে যাওয়ায় সকাল হওয়ার পরও ঘুমিয়ে ছিল সে । এ সময় সকালে হঠাৎ ঝুলানো ফ্যানটি ছিঁড়ে তার বুক ওপর পড়ে। ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ওমর ফারুক। ফ্যান ছিঁড়ে পড়ার শব্দে পরিবারের লোকজন ছুটে ঘরে এসে দেখে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছে ওমর ফারুক।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, শিশু ওমর ফারুক চন্দনপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনা গেজেট/এএজে