সাতক্ষীরার কলারোয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এবাদুল হক (৬২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়া উপজেলার বালিয়ানপুর উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হযরত আলীর সঙ্গে এবাদুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে সোমবার দুপুরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এবাদুল হক ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় প্রতিপক্ষ হযরত আলীর লোকজন। এসময় তারা এবাদুল হকসহ তার পরিবারের ৬ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আহত এবাদুল হককে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
কলারোয়া থানার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এনএম