খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্রের উদ্বোধন

কলকাতা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের অর্থায়ন ও সহযোগিতায় কলকাতা প্রেসক্লাবে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উদ্বোধন হলো ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’।

উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সঙ্গে ছিলেন সাইমুল সালোয়ার কমল এমপি ও বিশিষ্টজনেরা।

উদ্বোধনের আগে হাছান মাহমুদ বলেন, ধন্যবাদ জানাই, এমন এক মুহূর্তে কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র স্থাপনা হচ্ছে, যা দু’দেশের কাছে তাৎপর্যপূর্ণ। চলতি বছরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, মুক্তিযুদ্ধের ৫০ বছর, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, ভারতের স্বাধীনতার ৭৫ বছর ও ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন হচ্ছে। ভারতের মৈত্রী ও কৃতজ্ঞতা চিরকাল বাংলাদেশ স্মরণ করে। ভারত পাশে না থাকলে নয় মাসের মুক্তিযুদ্ধ সম্ভব হতো না। বাংলাদেশের স্বাধীনতায় আমাদের রক্তের সঙ্গে ভারতের রক্ত মিশে গেছে। এ মাহেন্দ্রক্ষণে প্রেসক্লাবে সংবাদ কেন্দ্রটি বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত হলো। আমাদের মৈত্রী সার্থক।

এ উপলক্ষে এদিন কলকাতার পাঁচজন বর্ষীয়ান সাংবাদিককে ‘মুক্তিযুদ্ধ সুবর্ণজয়ন্তী কলম সেনা’ সম্মাননা দেওয়া হয়। যারা সেই সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। সম্মাননা পেয়েছেন বাংলা স্টেটসম্যানের মানস ঘোষ, মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহকারী দিলিপ চক্রবর্তী, আনন্দবাজারের সুখরঞ্জন দাশগুপ্ত, টেলিগ্রাফের তরুণ গাঙ্গুলি ও আনন্দবাজারের পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী সবার হাতে সম্মামনা তুলে দেন।

বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার হিসেবে প্রেসক্লাব কলকাতা পেল ছয়টি ওয়ার্ক স্টেশনে চারটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, একটি স্ক্যানার ও দুটি প্রিন্টার। এছাড়া উন্নতমানের এলইডি টিভি ও এইচডি প্রোজেক্টর। এরসঙ্গে রয়েছে একটি গ্রন্থাগার। যেখানে রয়েছে বঙ্গবন্ধুর ওপর নানা সংকলন, দুই বাংলার মুক্তিযুদ্ধের বই। এছাড়া রয়েছে বাংলাদেশ ৫০ বছরে যে উন্নতি করেছে তার একটি গ্রন্থকোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দিল্লির হাইকমিশন ও কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশীষ সুরসহ দু’দেশের গণমাধ্যমের প্রতিনিধি ও কলকাতার বিশিষ্টজনেরা। এর আগে গত সেপ্টেম্বর মাসে নয়াদিল্লির প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার চালু হয়েছে।

পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!