খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সাড়ে ৩ ঘণ্টা পর সচল হল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

কলকাতা দখলে ঢাকা থেকে ৩ লাখ রিকশা রওনা দিয়েছে: শুভেন্দুর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ-ভারতের টানাপোড়েন সম্পর্কের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা দখলে ঢাকা থেকে ৩ লাখ টানা রিকশা শহরটির উদ্দেশে রওনা দিয়েছে বলে হাস্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও নিউজ-১৮ এই তথ্য জানিয়েছে।

শুভেন্দু অধিকারী বলেছেন, আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে টানা প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে। এ বিষয়ে শুভেন্দু বলেন, আমার মা বরিশালে জন্মগ্রহণ করেছে। তাই আমারও একটা অনুভূতি আছে। এই অনুভূতি থেকেই বাংলাদেশের ঘটনায় আমি আমার মতো করে প্রতিবাদ করছি।

বাংলা-বিহার-উড়িষ্যা দখলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি প্রসঙ্গ তুলে সোমবার বিধানসভায় জ্বালাময়ী ভাষণ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওই ভাষণের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, উনি কখন কি বলেন সেটা আমি জানি না। উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। আসলে বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের যথেষ্ট জনরোশ তৈরি হয়েছে। মুখ বাঁচানোর জন্য তিনি এসব কথা বলছেন।

বিজেপির এ নেতা অভিযোগ করেন, মমতার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী (গ্রন্থাগার মন্ত্রী) সরাসরি ড. ইউনূসকে সমর্থন করেছেন। নরেন্দ্র মোদিকে নিন্দা করছেন। সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিমকে রানী রাসমণি রোডে সরকারের তরফে সভা করার অনুমতি দেয়া হয়। অথচ সনাতনী ধর্মালম্বীদের জন্য হাইকোর্টের অনুমতি লাগে। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!