টানা তিন দিন কলকাতায় সাড়ে ৭০০র উপরে ছিল করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫০৬। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। যা গত ১২ দিনের মধ্যে সর্বনিম্ন।
সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০৬ জন। তবে নমুনা পরীক্ষাও কমেছে। ২৭ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কলকাতায় টানা ১২ দিন পর ১০০-র নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৯৩ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১০৪ জন। হাওড়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ১৮, ২৯ ও ৩১। ৩১ জন আক্রান্ত দার্জিলিংয়ে। করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর মধ্যে কলকাতায় মারা গেছেন তিনজন। ২ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩ জন মারা গেছেন নদীয়ায়।
এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৮৭ জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ৯৬। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
এর আগে গত রোববার নোটিশ দিয়ে কলকাতা পৌরসভা জানিয়েছিল, কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত ভ্যাকসিন আসেনি। টিকার সংকট থাকায় কলকাতার সব ভ্যাকসিন কেন্দ্র বন্ধ থাকবে। এদিন ১ লাখ ৮৩ হাজার ৮৫৮ জনকে টিকা দেওয়া হয়েছিল।
খুলনা গেজেট/ টি আই