কলকাতা সহ পশ্চিমবঙ্গের ১০০ জায়গায় ভারতের জনবিরোধী কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে ক্ষোভ উগরে দিল সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি। বুধবার ছিল কলকাতার বিক্ষোভ অবস্থানের পঞ্চম দিন।
এদিন দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় থেকে ভাঙড় কৃষিজমি বাঁচাও কমিটির কয়েক হাজার লোকের কৃষক-খেতমজুর মিছিল কলকাতার ধর্মতলায় আসে। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা বিক্ষোভ-অবস্থানে সামিল হন। এদিন কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের সদর ও মহকুমা শহর গুলিতে এই কৃষি আইনের প্রতিলিপি ও প্রধানমন্ত্রী মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
সেখানে দাবি তোলা হয়, সাময়িকভাবে কৃষি আইন স্হগিত নয়, পুরো কৃষি আইন বাতিল করতে হবে।নইলে দিল্লির মতোই কলকাতাও ঘিরে ফেলা হবে। এদিন কলকাতায় তীব্র যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
খুলনা গেজেট/এ হোসেন