খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

কলকাতার শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন, নিহত ১

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শিয়ালদহের ইএসআই হাসপাতালে শুক্রবার ভোর ৫টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্হা খুব আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিন ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।

দমকলের তরফে জানানো হয়েছে, সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি এদিন সাংবাদিকদের বলেন, পরিস্হিতি নিয়ন্ত্রণে। তদন্ত করা হচ্ছে কেন ও কীভাবে আগুন লাগলো।

তবে দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে। এটাই প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তবে সবটাই এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কাছেই শিয়ালদহ স্টেশন। লোক চলাচল শুরু হয়ে গিয়েছিল। খবর পাওয়া মাত্র ঘটনাস্হলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে যায়। আগুন নেভাতে স্হানীয় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। বেশিরভাগকেই নিরাপদ স্হানে পাঠিয়ে দেওয়া হলেও একজন মারা গেছেন। আরো একজনের অবস্হা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!