খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

কলকাতায় মুক্তি পাচ্ছে অপূর্ব-পরীমণির প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের দুই অভিনয়শিল্পীর অভিষেক হতে চলেছে কলকাতার সিনেমায়। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর প্রথম টালিউড সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরেই। আর আগামী জানুয়ারিতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’।

প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

‘চালচিত্র’ সিনেমায় আরও আছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে আসবে মানসী সিনহার ‘৫নং স্বপ্নময় লেন’। এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারিন জাহান। এটি তারিনের দ্বিতীয় টালিউড সিনেমা।

এদিকে, থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে ‘ফেলুবক্সী’ বানিয়েছেন দেবরাজ সিনহা। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই ফেলুবক্সী ভীষণ আধুনিক। সব সময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। খেতে খুব ভালোবাসে। যেকোনো রহস্যের সমাধান করা তার সবচেয়ে পছন্দের কাজ।

‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনীত চরিত্রের নাম লাবণ্য। চরিত্রটি নিয়ে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘মুক্তির আগে সিনেমা বা আমার চরিত্র নিয়ে বেশি বলতে চাই না। তবে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, লাবণ্য চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। এ কারণেই ফেলুবক্সীর সঙ্গে জড়িত হওয়া।’

সোহম-পরীমণি ছাড়া ‘ফেলুবক্সী’ সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার। গত মার্চ-এপ্রিলে শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। গত শুক্রবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। সিনেমার প্রচারে যোগ দিতে ভারতে যাওয়ার ইচ্ছা আছে পরীমণির। তবে ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কা। এর আগেও ভিসা জটিলতায় তিনি সিনেমার প্রচারে থাকতে পারেননি ফেলুবক্সী টিমের সঙ্গে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!