মধ্য কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক আবাসনের ভেতরেই মৃত্যু হল এক তৃণমূল বিধায়কের দেহরক্ষীর। দেহরক্ষীর নাম জয়দেব ঘড়াই। তিনি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের দেহরক্ষী। শনিবার সকালে হোস্টেলে এক তলা থেকে উদ্ধার হয় দেহ। এইরকম একটা কঠোর নিরাপত্তামূলক জোনে কীভাবে এই ধরণের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার সকালে হোস্টেলের নিরাপত্তারক্ষীরা প্রথমে দেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। রয়েছেন কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা। ঘটনাস্হলে যান কলকাতা পুলিসের ডিসি (সাউথ) প্রিয়ব্রত সাহা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, হোস্টেলের চার তলা থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই দেহরক্ষীর।
এদিকে প্রিয়ব্রত সাহা সাংবাদিকদের বলেন, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে লালাবাজার সূত্রে জানানো হয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। কে কে ওইদিন বিধায়ক আবাসনে (এম এল এ হস্টেল) আসেন তা খুঁটিয়ে দেখা হচ্ছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
খুলনা গেজেট/এনএম