খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

কর্মীর বিয়েতে যোগ দিতে হেলিকপ্টারে গোপালগঞ্জের অজপাড়াগায়ে সৌদি নাগরিক

গোপালগঞ্জ প্রতিনিধি

সৌদি আরবের নাগরিক তাঁর কর্মচারীর বিয়েতে যোগ দিতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এসেছেন। আজ বুধবার(২৭ সেপ্টেম্বর) সকালে সৌদিআরব থেকে বাংলাদেশে আসেন সৌদি নাগরিক মিঃ আবু বন্দর।পরে ভাড়া করা একটি হেলিকপ্টারে করে তার কর্মচারী বাংলাদেশী রাশেদুল শেখের বাড়িতে আসেন। সৌদি এই নাগরিককে দেখতে রাশেদুলের আত্মীয়-স্বজন আর গ্রামবাসী ভিড় করে কাজুলিয়া গ্রামের পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমি এন্ড কলেজে মাঠে। সেখানে ওই সৌদি নাগরিককে ফুলের শুভেচ্ছা জানোনো হয়।একজন কর্মচারীর বিয়ের দাওয়াতে একজন সৌদি নাগরিক চলে আসায় অনেকেই অবাক হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে , রাশেদুল শেখ দীর্ঘ ৭/৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরের নাদিম এলাকার বাসিন্দা মিঃ আবু বন্দরের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছেন। চাকরির সুবাদে মালিকের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে তার।

নিজ কর্মীর বাড়ি বাংলাদেশে এসে সৌদি নাগরিক মিঃ আবু বন্দর বেশ উৎফুল্ল। এখানে আসতে পেরে তার খুবই ভালো লেগেছে এবং এখনকার মানুষের ভালবাসা তাকে মুগ্ধ করেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর সৌদি নাগরিকের কর্মচারী রাশেদুল শেখের বিয়ের অনুষ্ঠান হবে। কোটালীপাড়া উপজেলার রাতাইল গ্রামে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে তিনি বরযাত্রী হবেন বলেও জানাগেছে।

সৌদি প্রবাসী লালন শেখ বলেন, আমার কফিল (মালিক)আমার ভাতিজার বিয়ের দাওয়াত খেতে আমাদের বাড়িতে এসেছে।আমার ভাতিজাও আমার কফিলের প্রতিষ্ঠানে চাকরি করে। তিনি আমাদের বাড়িতে দুই সপ্তাহের মত থাকবেন। পরে আমি আর আমার কফিল একসাথে সৌদি ফিরে যাবো।

কাজুলিয়া গ্রামের রফিক শেখ বলেন, এর আগে কখনো কেউ আমাদের গ্রামে হেলিকপ্টারে করে আসেনি। আমাদের গ্রামের ছেলে লালন শেখের সঙ্গে এসেছেন তিনি। আমরা খুবই খুশি হয়েছি হেলিকপ্টার দেখে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!