বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দ্দিষ্ট কালের কর্মবিরতির আজ ১০ম দিন। চাকুরী জাতীয়করনসহ স্বাস্থ্য পরিদর্শকদের-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে এই কর্মসুচি শুরু হয়ে আজ শনিবার ১০ম দিন অতিবাহিত হল।
সংগঠনের ঝিকরগাছা উপজেলা সভাপতি আশারুল হক বলেন, যদি আমাদের দাবী আদায় না হয় তাহলে আমরা এমআর ক্যাম্পেইন ও ইপিআই সহ সকল স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রম থেকে বিরত থাকবো। সংগঠনটির যশোর জেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন করোনাকালীন সময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছি, দেশের ২৬ হাজার স্বাস্থ্যসহকারীর অক্লান্ত পরিশ্রমের কারণে দেশ আজ গুটি বসন্ত মুক্ত, পোলিও মুক্ত। এছাড়া আমাদের কাজের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী সাতটি সম্মাননা পুরষ্কার লাভ করেছেন। তিনি জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাব।
খুলনা গেজেট/এ হোসেন