সাতক্ষীরায় হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে বেসরকারি এ্যাম্বুলেন্স চালকরা। সোমবার (২ জানুয়ারি) দুপুর থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে এ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।
এ্যাম্বুলেন্স চালকরা জানান, কোন রোগী নিয়ে সদর হাসপাতালে ঢোকামাত্রই তেড়ে আসে কর্মচারিরা। রাস্তার পাশে এ্যাম্বুলেন্স রাখলে তেড়ে আসে পুলিশ। সীমাহীন দুর্ভোগে রয়েছি আমরা। আগের মতো হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে আজ থেকে আমরা কর্মবিরতি পালন করছি।
সদর হাসপাতাল থেকে ছুটি পাওয়া রোগীর স্বজন আহম্মদ আলী জানান, সদর হাসপাতালে মাত্র দু’টি এ্যাম্বুলেন্স রয়েছে। একটি সব সময় চলে। কিন্তু অনেক বড় সাইজের হওয়ায় সেটি সব স্থানে যেতে পারে না। অন্যটির চালককে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া অনেক রোগী সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ অথবা খুলনা যেতে চায়। কিন্তু হাসপাতালে এ্যাম্বুলন্সে না থাকায় রোগীরা কোথাও যেতে পারছে না। আমরা রোগী নিয়ে দুপুর থেকে বসে আছি শ্যামনগরে যাওয়ার জন্য। কিন্তু সদর হাসপাতালের আশেপাশে কোন এ্যাম্বুলেন্স না থাকায় যেতে পারছি না। বেসরকারি এ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়েছি আমরা। তিনি দ্রুত তাদের কর্মবিরতি প্রত্যাহরের দাবি জানান।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান, আমার কাছে তারা কোনো দাবি নিয়ে আসিনি। তাই কর্মবিরতির বিষয়ে আমি কিছু জানিনা।
খুলনা গেজেট/ এসজেড