খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

‘কর্পোরেট ভারত ছাড়ো’ ও ‘ভারত বাঁচাও’ দিবসের ডাক শ্রমিক-কৃষক সংগঠনগুলির

কলকাতা প্রতিনিধি

সোমবার ছিল ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস। আর এই দিনেই ভারতের কৃষক ও শ্রমিক সংগঠনগুলি ‘কর্পোরেট ভারত ছাড়ো’ ও ‘ভারত বাঁচাও দিবস’-এর ডাক দিল। দিল্লি, কলকাতা, জয়পুর, গাজিয়াবাদ, লখনৌ, ফরিদাবাদ, গুরগাঁও সহ দেশের ৪০০ কৃষক ও ৪০ টি শ্রমিক সংগঠন এই দাবিতে ভারতের ৭০০০ স্হানে বিক্ষোভ অবস্হান করে। জাতীয় স্তরের ১৬ টি রাজনৈতিক দল এদিনের কর্মসূচিকে পূর্ণ সমর্থন দিয়েছে। জাতীয় কংগ্রেস, সিপি আইএম, সিপি আই, আর এসপি, ফরওয়ার্ড ব্লক, সিপি আই (এম এল) লিবারেশন, এস ইউ সি আই, তৃণমূল-কংগ্রেস, এন সিপি, পিডিএস, আর জে ডি, সমাজবাদীপার্টি।

 

এদিকে একই দাবিতে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলাতে দিনটি পালিত হয়েছে। কলকাতার মৌলালি মোড় ও ধর্মতলায় দুটি সমাবেশ হয় এদিন। এদিন সারা ভারত কৃষক সংগঠন সমন্বয় সমিতির সাংগঠনিক সম্পাদক অভীক সাহা বলেন, “জনবিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে আট মাস লাগাতার আন্দোলন চলছে। কেউ থামাতে পারেনি। কৃষক-খেতমজুরদের স্বার্থেই এবার আমাদের ডাক ‘কর্পোরেট ভারত ছাড়ো’ ও ‘ভারত বাঁচাও দিবসে’-র ডাক। ইংরেজরা আমাদের দেশে এসেছিল বণিক হিসাবে। তারপর তারা ২০০ বছর রাজত্ব করে। মোদী সরকার দেশকে সর্বোতভাবে বণিকদের হাতে তুলে দিয়ে দেশের বিপদ ডেকে আনতে চাইছে। কৃষি আইন তার একটি অঙ্গ।”

 

খুলনা গেজেঠ/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!