দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে কেইপিজেড-এর ভেতরে অবস্থিত ‘জান্ট এক্সেসরিজ’ নামের ওই কারখানায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরের ফোম ও কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানার একটি বড় অংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদসহ আশপাশের ইউনিটগুলো কাজ করে। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া ও তাপ থাকায় নির্বাপণ কাজ শেষ করতে সময় লাগছে।
এ ঘটনায় কেইপিজেড এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আগুনের ভয়াবহতা দেখে আশপাশের কারখানাগুলোর শ্রমিক ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে কারখানার মজুত মালামাল ও যন্ত্রাংশ পুড়ে প্রচুর ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার কারণ ও মোট ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
খুলনা গেজেট/এএজে