নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন এক মাস পিছিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সোমবার (১৭ আগস্ট) ভোটগ্রহণের তারিখ পেছানোর কথা জানান জাসিন্ডা। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর। নতুন এই তারিখ অন্য দলগুলোরও সমর্থন পেয়েছে বলে জানানো হয়।
চলতি সপ্তাহের শুরুতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ১৫ লাখ জনসংখ্যার দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডের লকডাউন ১২ দিন বাড়ানো হয়েছে। গত বুধবার থেকে অকল্যান্ডে লেভেল-৩ মাত্রার করোনা সতর্কতা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের অন্যান্য শহর ২ মাত্রার সতর্কতায় রয়েছে। এই সতর্কতার মেয়াদ বাড়বে এরই মধ্যে এমন ঈঙ্গিত দেয়া হয়েছে। করোনারোধে দেশটিতে ৪ ধাপের সতর্কতা নেয়া হয়েছে।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় কোন ধরণের কমিউনিটি সংক্রমণ ছাড়াই ১০২ দিনের লকডাউন সফলভাবে শেষ করেছে নিউজিল্যান্ড। ওয়ার্ল্ডওমিটারের তথ্যে দেখা যায়, নিউজিল্যান্ডে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন এবং এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ জনের মৃত্যু হয়েছে। (সূত্র বিবিসি)
খুলনা গেজেট/এআইএন