খুলনা মহানগরীতে আক্রান্তের সংখ্যা আশঙ্খাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। গততিন সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমন ঘটেছে ব্যাপক হারে। গতকাল পর্যন্ত আড়াই হাজার ছাড়িয়েছে।
পিসিআর ল্যাবে পরিক্ষার অপেক্ষায় শতশত রুগী প্রতিদিন নতুন সনাক্তের সংখ্যা থাকছে প্রায় শতাধিক, এভাবে সনাক্তের সংখ্যা বাড়তে থাকলে খুলনা করোনা শহরে পরিণত হবে। এ অবস্থায় করোনা রোগীদের কার্যকর চিকিৎসায় সরকারকে ১০টি প্রস্তাব দিয়েছে খুলনা মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের কাছে স্মারকলিপি দেয়ার মধ্যদিয়ে এ সুপারিশ পেশ করেছে বিএনপি।
স্মারকলিপির প্রস্তাবগুলো হল- অল্প সময়ে অধিক পরীক্ষার জন্য আরও কমপক্ষে দু’টি পিসিআর মেশিন ও ল্যাব স্থাপন একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাব চালুু, আরও একাধিক হাসপাতাল ও আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা, পিসিআর এ পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ, পিসিআর ল্যাবে পরীক্ষার রির্পোট দ্রুত দেয়ার ব্যবস্থা করা, ফলোআপ টেষ্ট পুনরায় চালু করা, পর্যাপ্ত আইসিইউ স্থাপন করা, করোনা হাসপাতালে অব্যবস্থাপনা দূর করা, জেলা করোনা ম্যানেজমেন্ট কমিটি সমন্বয়হীনতা দূর করা, গরীব মানুষের জন্য বিনামূল্যে করোনা টেষ্টের ব্যবস্থা করা।
স্মারকলিপিতে স্মারক করেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
স্বাস্থ্যবিধি মেনে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জাফরউল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, এ্যাড. গোলাম মওলা প্রমুখ। স্মারকলিপি একটি অনুলিপি জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সুজাত আহমেদকেও দিয়েছে দলটি।
খুলনা গেজেট/এন/এম.এম