৬ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই সপ্তাহের আগেই করোনা মুক্ত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মাহমুদউল্লাহ জানিয়েছেন, সোমবার তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন দ্রুতই মাঠে ফেরার লক্ষ্য তাঁর। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারের।
ফেসবুকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, গতকাল আমার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা আমার জন্য দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং সমর্থন করেছেন।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে নিজের করোনা পরীক্ষা করান তিনি। সেখানে ফলাফল পজেটিভ আসে।
এরপর নিশ্চিত হওয়ার জন্য আবারও করোনা পরীক্ষা করান তিনি। সেখানেও পজেটিভ হন মাহমুদউল্লাহ। এর ফলে আর পিএসএলে খেলতে যাওয়া হয়নি তাঁর। এর ফলে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।
২৪ নভেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। এই টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। একই দলের হয়ে খেলবেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
খুলনা গেজেট/এএমআর