খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

করোনা ভাইরাস থেকে মুক্তি ও আল্লাহ সাহায্য কামনায় আমাদের করণীয়

ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর

বিশ্ববাসীর এই মহা দুর্যোগ মুহুর্তে বিশ্ব মানবতার মুক্তির জন্য, করোনা ভাইরাস নামক আল্লাহর এই আজাব থেকে আমাদের মুক্ত করতে ও আমাদের রোগীদের সুস্থ করতে নিম্নের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এই মুহূর্তে করোনার আজাব থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে একনিষ্ঠ তাওবা ছাড়া কোন উপায় নেই। তাই করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে ও করোনা রোগীকে সুস্থ করতে নিম্নের কাজগুলো অবশ্যই পালন করার চেষ্টা করুন।

১. নিজের মধ্যে এমন কোনো গুনাহ যদি থেকে থাকে যা আপনি ও আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না অথবা প্রকাশ্যে কোনো কবিরা গুনাহের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন অথবা কোনো হারাম কাজের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আজই আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে খালেসভাবে ইস্তেগফার (তাওবা) করুন এবং আল্লাহর কাছে দূঢ় প্রতিজ্ঞা করুন, এই দুরারোগ্য ব্যাধী থেকে আপনি মুক্তি পেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন ঐ গুনাহের সাথে আর লিপ্ত হবেন না ।

২. এমন কোনো গুনাহ যদি আপনার মধ্যে না থেকে থাকে তাহলে খেয়াল করুন, আল্লাহর কোন ফরজ, ওয়াজিব ও নবীর সুন্নাহ এবাদত পালনে আপনার মধ্য ঘাটতি আছে কি না? যদি থেকে থাকে তাহলে আজ থেকেই ইবাদতের সেই দুর্বলতাসমূহ কাটিয়ে তুলুন। আল্লাহর ইবাদতে একনিষ্ঠভাবে নিজেকে শামিল করুন।

৩. এভাবে গোটা রাষ্ট্রকে এই আজাব থেকে হেফাজত করতে রাষ্ট্রীয়ভাবে এই তাওবার আয়োজন করতে হবে ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। সমস্ত জুলুম অপরাধ থেকে রাষ্ট্রকে বিরত রাখতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

আর নিম্নের দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন

০১। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি, ওয়া মিন সাইয়্যিয়িল আসক্বম এই দোয়াটি পাঠ করুন।

০২। প্রতিদিন সুরা ফাতিহা ০৭ বার, সুরা ইখলাস ০৩ বার, সুরা ফালাক ০১ বার, সূরা কাফিরুন ০১বার এবং সুরা নাস ০১ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন ও সারা শরীরে ফু দিন ।

৪. প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুণ ও সারা শরিরে ফু দিন।

৫. প্রতিদিন কমপক্ষে ২ রাকায়াত নফল নামাজ পড়ে কায়মনোবাক্যে এই ত্যাগের বিনিময়ে আল্লাহর কাছে নিজের প্রাণ ভিক্ষা চান।

যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা এই আমলটি করতে থাকুন। সেই সাথে সুন্নাতি নিয়ম অনুযায়ী ডাক্তারের সকল পরামর্শগুলো মেনে চলুন। আল্লাহ চাহেনতো করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে ইনশাআল্লাহ।

যারা আল্লাহর অশেষ করোনায় এখনো ভাল আছেন তারা এই আমলটি করলে আল্লাহ চাহেনতো আপনি করোনায় আক্রান্ত নাও হতে পারেন ইনশাআল্লাহ ।

লেখক
চেয়ারম্যান
সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

খুলনা গেজেট/এমবিএইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!