বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। বিবিসি বলছে, বিশ্বে বর্তমানে করোনা সংক্রমণের কেন্দ্র ভারত। একের পর এক তারকাদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। বলিউড তারকারা সাধ্যমতো দান করছেন বা তহবিল গড়ে দাঁড়াচ্ছেন করোনায় আক্রান্তদের পাশে। সেই তালিকায় নতুন করে নাম তুললেন অমিতাভ বচ্চন।
ভারতের দিল্লির শিখদের গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্রে দুই কোটি রুপি দিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। আজ সোমবার এই করোনা চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করা হলো। গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা এ তথ্য জানিয়েছেন।
এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের করোনা সেবাকেন্দ্রে অমিতাভ বচ্চন দুই কোটি রুপি দিয়েছেন। যখন দিল্লি ভয়ংকর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তখন প্রায় প্রতিদিনই অমিতাভ বচ্চন আমাকে ফোন করে আমাদের এই উদ্যোগের অগ্রগতি জেনেছেন। অক্সিজেন আছে কি না, খবর নিয়েছেন।’ এই করোনা চিকিৎসাকেন্দ্রে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করবেন বলেও নিশ্চয়তা দেন অমিতাভ বচ্চন।
খুলনা গেজেট/এমএইচবি