খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

করোনা আক্রান্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি

গেজেট ডেস্ক

ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি আলহাজ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

রোববার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরও ১৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭জন, পীরগঞ্জ উপজেলার ৩ জন, হরিপুর উপজেলায় ১জন ও রাণীশংকৈল উপজেলায় ২ জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এমপি আলহাজ দবিরুল ইসলাম নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।

এছাড়াও একইদিনে জেলায় নতুন করে আরও ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১০ জনে। যাদের মধ্যে ৪৩৬জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং জেলায় সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১৪জন।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!