খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৩
  ভারতের ক্ষেপনাস্ত্র হামলায় পাকিস্তানের দুই শিশুসহ নিহত ৮ # পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহত ৩

করোনায় ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৪

গেজেট ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন। ১১১টি ল্যাবে ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬০৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনে। শুক্রবার পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এই সংখ্যাসহ এ পর্যন্ত এর মধ্যে দেশে করোনামুক্তি মিলেছে ৩ লাখ ২২ হাজার ৭০৩ জনের।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!