খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
  পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত, আহত ৫
  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

করোনায় রামপালের রাজনগর ইউপি চেয়ারম্যান ডাবলু’র মৃত্যু

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হান্নান ডাবলু (৫৯) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ( ১০ আগষ্ট) সকাল সাড়ে আটটায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল বুধবার সকাল ৮ টায় নিজ এলাকায় অনুষ্ঠিত হবে নিশ্চিত করেছে তার আত্মীয় ইউপি সদস্য সরদার আব্দুল ওহাব।

তাঁর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুম ডাবলু’র রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মো. ছাবির আহমেদ তালুকদার, তরফদার মাহাফুজুল হক টুকু, মো. নাসির উদ্দীন, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যডভোকেট মহিউদ্দিন শেখ, রামপাল বাজার বণিক সমিতির সভাপতি শেখ আবু দাউদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক এ, এইচ আমিনুল হক নান্টু, সহ সম্পাদক মোতাহার মল্লিক প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!