খুলনা, বাংলাদেশ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪

Breaking News

  এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না : র‌্যাব ডিজি
  ডিজেল, কেরোসিনের দাম কমলো এক টাকা। অপরিবর্তিত থাকছে পেট্রোল-অকটেন।

করোনায় মৃত্যুব্যক্তির দাফন, সৎকারে কোয়ান্টাম ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপি করোনা দাপিয়ে বেড়াচ্ছে। বাড়ছে মৃত্যুর মিছিল। দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষাধিক। মৃত্যুর সংখ্যাও আড়াই হাজারের ওপরে। প্রতিনিয়তই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। কিন্তু এখন আর মৃত্যুর খবর শুনলে খুব একটা আত্মীয়-স্বজনের দেখা মেলে না। দাফন বা সৎকারে সাধারণের আগ্রহ দেখা যায় না। এ পরিস্থিতিতে দাফন বা সৎকারে পাশে দাড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

গত ২৩ জুন থেকে সেচ্ছাসেবার ভিত্তিতে কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা ধর্মীয় রীতিনীতি মেনে এইসব লাশ দাফন ও সৎকার করছে। দেশব্যাপী কোয়ান্টাম ফাউন্ডেশন করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মানুষের পাশে দাঁড়াতে নিয়েছে নানা কর্মসূচি এবং উদ্যোগ। করোনায় বা করোনা উপসর্গে মৃত্যুদের পরিবারের আগ্রহের কারণে কোয়ান্টার ফাউন্ডেশন খুলনা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরাও এ কার্যক্রম চালু করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

সোমবার পর্যন্ত এ তিন অঞ্চলে ৫০জন করোনা আক্রান্তে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুব্যক্তির দাফন ও সৎকার করে কোয়ান্টাম। যেখানে দাফনসামগ্রী, সুরক্ষা সামগ্রী, জীবাণুনাশকের যাবতীয় খরচ কোয়ান্টাম ফাউন্ডেশন বহন করছে।

কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার অর্গানিয়ার ও করোনা দাফন টিমের সমন্বয়ক মুস্তফা আশরাফ সিদ্দিকী বলেন, ‘স্বাস্থ্য বিধি অনুসরণ ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে দাফন বা সংকার কার্যক্রম সম্পন্ন করছি। সৃষ্টির সেবার মানসে দেশের এই ক্রান্তিকালে লাশ দাফনের কাজ করছি আমরা। আমাদের মুসলিম, হিন্দুসহ রয়েছে নারীদের জন্যও প্রশিক্ষিত ভিন্ন ভিন্ন স্বেচ্ছাসেবক দল। প্রয়োজনীয় সতর্কতা, সুরক্ষা ও সরঞ্জাম নিয়ে আমরা কাজ করছি। দাফন কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করতে ০১৭৪০-৯৩৯৯৯৯, ০১৯২৩-৯৯৫৫১১, ০১৭১৪-০৯৮২৫৬, ০১৮৪১-৯৩৯৯৯৯ এ নম্বরে দ্রুত তথ্য দিয়ে সহায়তা করুন। আমাদের এখন খুলনা, যশোর, সাতক্ষীরা এবং গোপালগঞ্জেও আলাদা টিম রয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!