খুলনা, বাংলাদেশ | ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

করোনায় বিশ্বে আরও ৬ হাজার ৩০০জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে একদিনে আরও ৬ হাজার ৩০০জন মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজারের বেশি। ফলে এ নিয়ে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ছাড়ালো ৯ লাখ ৮১ হাজার। মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ মানুষ।

গতকাল বুধবারও সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে ছিল ভারত। ২৪ ঘণ্টায় সাড়ে এগারোশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে আরও ৯০ হাজার মানুষের শরীরে পাওয়া গেছে কোভিড-১৯। ফলে প্রাণহানি ৯১ হাজার ছাড়িয়েছে ভারতে। আক্রান্ত সাড়ে ৫৭ লাখের মতো মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও এগারোশ’ মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ সাড়ে ৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় সাড়ে ৭১ লাখ।

এদিন ৯ শতাধিক মৃত্যুতে, ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার। আক্রান্ত সোয়া ৪৬ লাখ। এ পর্যন্ত পৌনে ১ লাখের বেশি মৃত্যু দেখেছে মেক্সিকো। এছাড়া টানা তৃতীয় দিনের মতো ৪শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!