খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  চার উপদেষ্টার আশ্বাসে ভোর ৪টায় হাসপাতালে ফিরলেন আহতরা

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ৭ লাখ। একদিনে আরও ৬ হাজার ৬০০ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৩ লাখ। ফলে মোট আক্রান্ত ২ কোটি ৮ লাখের কাছাকাছি।

বুধবারও (১২ আগস্ট) দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ১৪শ’ মানুষ। ফলে মোট প্রাণহানি ১ লাখ ৬৯ হাজারের বেশি। আক্রান্ত ৫৩ লাখ ৬০ হাজার।

ব্রাজিলে নতুনভাবে প্রায় ১২শ’ মৃত্যুতে, প্রাণহানি ছাড়ালো এক লাখ ৪ হাজার। মোট আক্রান্ত পৌনে ৩২ লাখ। এদিনও সংক্রমণে শীর্ষে ছিল ভারত। নতুন ৬৭ হাজারের বেশি রোগী শনাক্তে দেশটিতে মহামারির ৭ মাসে যা সর্বোচ্চ। মোট আক্রান্ত প্রায় ২৪ লাখ। সাড়ে ৯শ’ মৃত্যুতে, মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৭ হাজার।

মেক্সিকোয় প্রাণহানি ৫৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৫ লাখ। এদিন গড়ে আড়াইশ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!