বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুষ্টিয়া অফিসের যুগ্ম পরিচালকের (সার দফতর) সহকারী ব্যক্তিগত কর্মকর্তা লুৎফুন্নাহার রীনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘ ২২ দিন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১১ মে) দুপুরে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
লুৎফুন্নাহার রীনা মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে। রীনার স্বামী রাসেলও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
রীনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খুলনা গেজেট/ এস আই