করোনা মহামারির ৮ মাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১০ লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখের ৭৮ হাজার মানুষ। আর, সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৪ হাজার।
রবিবার রাত ১০ টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মৃতের সংখ্যা দাড়ায় ১০ লাখ ২০৮ জন।
এদিকে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।নতুন করে ২ লাখ ৯৫ হাজার মানুষের দেহে সংক্রমণ ঘটেছে। দৈনিক সংক্রমণ প্রাণহানির শীর্ষে এখনও ভারত। গত ২৪ ঘণ্টায় ১১শ’র বেশি মৃত্যুতে দেশটিতে সাড়ে ৯৪ হাজারে দাঁড়িয়েছে মোট প্রাণহানি।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
খুলনা গেজেট/এমএম