খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

করোনায় একদিনে ২ পুলিশের মৃত্যু, মোট ৫৩

গেজেট ডেস্ক

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। তাঁরা হলেন- কনস্টেবল ছোটন দেব (২৯) ও সিরাজুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার ভোরে দুই কনস্টেবল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন। আর ছোটন দেব কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন। সিরাজুল ইসলাম ও ছোটন দেব দুজনই করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিরাজুল ১৯৯৪ সালে এবং ছোটন দেব ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় দুই পুলিশেরই মরদেহ তাঁদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

সিরাজুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চক পাঁচপাড়া গ্রামে। অন্যদিকে ছোটন দেব স্ত্রী ও চৌদ্দ মাস বয়সী একমাত্র শিশুকন্যাকে রেখে গেছেন। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!