দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৮৭ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৩০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ ১৫ হাজার ৩৩৮টি।
সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ২৭ হাজার ৩৩০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে সাত লাখ ৮৮ হাজার ৮টি।
মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ এবং তিন জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকার ১২ জন এবং চট্টগ্রামে, খুলনা, বরিশালে এক জন করে তিন জন মারা গেছেন।
মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের এক জন ও ৪১ থেকে ৫০ বছরের এক জন রয়েছেন।