খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অবস্থা বিবেচনায় সোমবার রাতে কলকাতার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে এরই মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন সৌরভ। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন বিসিসিআই সভাপতি।

সোমবার প্রথম দফায় করোনা পরীক্ষায় পজিটিভ হন সৌরভ। এরপর দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। এরপরই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে চিকিৎসকদের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সৌরভ করোনা আক্রান্ত হলেও নেগেটিভ এসেছে তার স্ত্রী ও মেয়ের রিপোর্ট।

করোনা আক্রান্ত হওয়ার ফলে ইতোমধ্যেই টেলিভিশনে বিজ্ঞাপনের শ্যুটিং বাতিল করা হয়েছে সাবেক এই ক্রিকেট তারকার।

সৌরভ কীভাবে, কোথা থেকে করোনা আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি মুম্বাই সফরের সময় সেখানেই এই ভাইরাসের সংস্পর্শে আসেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে সৌরভ গাঙ্গুলি একবার হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানুয়ারিতে তার এনজিওপ্লাস্টি করার তিন সপ্তাহ পর আবার বুকে ব্যথা অনুভব করেছিলেন তিনি। তখনও বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল ৪৯ বছর বয়সী এই ক্রিকেটারকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!