রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে আপাতত নিভৃতবাসে রয়েছেন। তিনি লিখেছেন,‘করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনার পরীক্ষা করাই। তার ফল পজিটিভ এসেছে। আমি স্বাস্থ্যবিধি মেনে আপাতত নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি’।
সদ্য পশ্চিমবঙ্গে সফর সেরে ফিরেছেন জেপি নড্ডা। রাজ্য সফরে একাধিক কর্মসূচি ছিল তাঁর। তাঁর কনভয়ে হামলা নিয়ে এখনও রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত। গত বৃহস্পতিবার সফর সেরে ফিরেছেন তিনি। আর ফিরেই করোনা আক্রান্ত হলেন জেপি নড্ডা। তিনি টুইটে লেখেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন’।
এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে বেশ কয়েকদিনের ব্যবধানে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। সেই তালিকায় এবার যুক্ত হল নড্ডার নাম।
খুলনা গেজেট/এনএম